রাউজানের ডিজিটাল তথ্য ভান্ডারে আপনাকে স্বাগতম
রাউজান বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি উপজেলা। রাউজান থানা ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়।১৯৮৪ সালে রাউজান থানা উপজেলায় উন্নীত হয়।
কীভাবে যাবেন
চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন মোড় থেকে রাউজান উপজেলা সদরের দূরত্ব ৫০ কিলোমিটার।
সড়কপথে
চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড় এলাকা থেকে চট্টগ্রাম-রাঙ্গামাটি বাস যোগে রাউজান যাওয়া যায়। রাঙ্গামাটি সড়ক ছাড়াও কাপ্তাই সড়ক হয়ে দক্ষিণ রাউজান যাওয়া যায়। এছাড়া চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড় এবং কাপ্তাই রাস্তার মাথা থেকে সিএনজি চালিত অটোরিক্সা যোগেও রাউজান যাওয়া যায়। বর্তমানে মুরাদপুর জামান হোটেল এর সামনে থেকে বাসযোগে সরাসরি রাউজান যাওয়া যায়।
নৌপথে
নৌপথেও রাউজান যেতে পারেন। সেক্ষেত্রে চট্টগ্রাম শহরের কালুরঘাট এলাকা থেকে রিজার্ভ স্পীডবোট ভাড়া করতে হবে।
POPULSTION
বাংলাদেশ আদমশুমারী ২০১১ অনুযায়ী রাউজান শহরের মোট জনসংখ্যা ৫৯,১৪৮ জন যার মধ্যে ২৯,৫৪৬ জন পুরুষ এবং ২৯,৬০২ জন নারী। এ শহরের পুরুষ এবং নারী অনুপাত ১০০। শহরে মোট খানা সংখ্যা বা পরিবার রয়েছে ১১৪৬০ টি..(তথ্যসূত্র-উইকিপিডিয়ায়)
You have a question?
A client that's unhappy for a reason is a problem
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
নির্মলকুমার সেন –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব। নূতন চন্দ্র সিংহ –– নারীশিক্ষার অগ্রদূত ও শহীদ বীর মুক্তিযোদ্ধা। প্রবাল চৌধুরী –– সংগীত শিল্পী। ফজলুল কবির চৌধুরী –– রাজনীতিবিদ।